মিজানুর রহমানঃ সোমবার ( ৬ জানুয়ারী) সকাল ১০টা থেকে ১১টা পযর্ন্ত আশুলিয়ার আবাসিক লাইন গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে নবীনগর – চন্দ্রা মহাসড়কের পাশে ডেন্ডাবর আমার স্কুল এলাকায় মানববন্ধন করেছে সাধারণ জনগণ।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ডেন্ডাবর উত্তর পাড়া দশতলা রোড, নরিংটেক, সারিংটেক, অফিসার হাউজিং গ্যাস পাচ্ছে না।
গ্যাস সংযোগ পাওয়া পর থেকেই গ্যাস পাইনা। সিলিন্ডার ব্যবহার করতে হয়। গ্যাস না জ্বালিয়েও আমাদের গ্যাস বিল প্রতিমাসে পরিশোধ করতে হচ্ছে । এ ব্যাপারে অনেক বার তিতাস গ্যাস অফিসে গেলেও এর কোনো সমাধান হয়নি।
নরিংটেকের স্থায়ী বাসিন্দা বাদশা মিয়া বলেন, প্রায় দুই বছর ধরে আমরা গ্যাস পাচ্ছি না দিনের বেলায় কোনো গ্যাস থাকে না তবে রাত এগারটার পর মাঝে মধ্যে নিভু নিভু চুলা জ্বলে । তবে তা রান্নার মতো না। গার্মেন্টস কর্মী শিউলী বেগম বলেন, আমি প্রায় এক বছর ধরে ভাড়াবাসায় থাকি দিনে কোনো গ্যাস থাকে না রাতে ১০ টার পর কিছুটা গ্যাস পেলেও শীত আশার পর আর আগের মত গ্যাস পাইনা। সকালে না খেয়েই গার্মেন্টসে যেতে হয়।
ভুক্তভোগী এলাকাবাসী গ্যাস সমস্যা সমাধানের জন্য তিতাস গ্যাস জোনাল বিপণন (জোবি-অ) আশুলিয়া অফিসের (ব্যবস্থাপক) আবু ছালেহ মোহাম্মদ খাদেম এর হস্তক্ষেপ কামনা করেন। তিনি গ্রাহকদেরকে দ্রুততম সময়ে মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।